বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি ও স্বায়ত্বশাসিত অফিসের সময়সূচি পরিবর্তনসহ বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস চলবে। যা আগে ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নতুন নিয়মে অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ে অফিস কক্ষে বাতি না জ্বালিয়ে দিনের আলো ব্যবহার করতে বলা হয়েছে।