জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিনের বিরুদ্ধে মামলা নিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। আল আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগটি গ্রহণ করে এ মামলা রুজু করা হয়। মামলায় তার বিরুদ্ধে নির্যাতন ও মারধরের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া বাচ্চাসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ারও অভিযোগ করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান লিখিত অভিযোগ করেন গতকাল। অভিযোগটি যাচাই-বাছাই শেষে মামলা আকারে নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে ইসরাত জাহান গণমাধ্যমকে বলেন, সে (আল আমিন) অন্য মেয়ে নিয়ে থাকে, ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপস করতে চাই, আবারও সংসার করতে চাই।