তামিল চলচ্চিত্র পরিচালক ও টেলিভিশন অভিনেত্রী ভি জে মহালক্ষ্মীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রযোজক রবীন্দ্রর চন্দ্রশেখরন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের।
বৃহস্পতিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মহালক্ষ্মী। সেখানে ভক্তদের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তাও। মহালক্ষ্মী লিখেছেন, নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে হচ্ছে। আমার জীবন ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে। ভালোবাসার মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে স্বাভাবিকভাবেই খুশি এই অভিনেত্রী।