জনপ্রিয় গায়িকা বৈশালী বালসারা। গান গেয়ে মাতিয়ে রাখতেন সবসময় শ্রোতাদের। ভক্তদের হৃদয়ে ছিলেন তিনি। তবে এখন আর নেই। গাড়ি থেকে গুজরাটের এই জনপ্রিয় গায়িকার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গুজরাটের ভালোসাদ জেলার পারদি নামক স্থানে নদীর পাড়ে পার্ক করা একটি গাড়ি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তারা থানায় খবর দেন। পরে পুলিশ এসে সেই গাড়ি থেকে একটি মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, মরদেহটি ভালোসাদের জনপ্রিয় গায়িকা বৈশালী বালসারার।
প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে সন্দেহ করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবে বলে জানিয়েছে গুজরাট পুলিশ।
সূত্র : হিন্দুস্তান টাইমস
প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে সন্দেহ করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবে বলে জানিয়েছে গুজরাট পুলিশ।
সূত্র : হিন্দুস্তান টাইমস