সিরাজগঞ্জে ভয়ানক বজ্রাঘাতে একই পরিবারের পাঁচজনসহ ১০ জনের মৃত্যু
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৮, ২০২২
রাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রাঘাতে দশ জন কৃষকের মৃত্যু হয়েছে।আহত আরও ২ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। এর মধ্যে একই পরিবারের পাঁচজনসহ মোট নয়জনের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ধানক্ষেতে কাজ করছিলেন কৃষকরা। হঠাৎ বৃষ্টি শুরু হলে সবাই মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালোমেশিনের ঘরে গিয়ে ওঠেন ১৩ জন। এসময় ওই ঘরের ওপর একের পর এক বজ্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী রিয়াদ হোসেন জানান, বৃষ্টি শুরু হলে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। বলেন, হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে আমরা চিৎকার শুনে শ্যালো মেশিন ঘরের দিকে দৌড়ে যাই। দখন দেখি মেশিন ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। কাছে গিয়ে দেখি একজন আরেক জনের ওপর পড়ে আছে। এসময় আমাদের চিৎকারে গ্রামের আরও মানুষ ছুটে আসে। উদ্ধার করার সময় দেখি ৫ জন মারা গেছেন।
নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। এরা হলেন আফসার আলী (৬০) শমসের আলী (৬৫), মোকা মিয়া (৫০), মোন্নাফ আলী (২৫) ও শাহীন মিয়া (২৭)।