সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৮ জন আহত
হয়েছেন।
বৃহস্পতিবার(০৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর-সাতক্ষীরা সড়কের কলারোয়া আলিয়া মাদ্রাসা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। আহতদের কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার ওসি নাসিরউদ্দীন মৃধা জানান,সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরে যাচ্ছিল। এসময় সাতক্ষীরাগামী মাছবাহীএকটি দ্রুতগামী পিকআপের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৫/২০ জন ব্যক্তি আহত হন।
পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদেরকলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় এখনো কেউ মারা যাননি বলে জানান ওসি।