টানা  বৃষ্টি আর তীব্র যানজটে নাজেহাল রাজধানীর কর্মজীবী মানুষ। বুধবার (১৪ সেপ্টেম্বর) সারাদিনই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে কমবে তীব্রতা।

মঙ্গলবার থেকে দেশের দক্ষিণাঞ্চলসহ প্রায় সারাদেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে আজ বৃষ্টি মাথায় নিয়ে কর্মস্থলে গেছেন সবাই।

আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসবে। যদিও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় একেবারে শুষ্ক হবে না দেশ।