বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম অভিমুখে আসার পথে ওভারটেক করা নিয়ে জোনাকি পরিবহনের বাস ও লরির চালক-স্টাফদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে বাসটি লরিকে বামে চাপ দিলে সেটি সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায়।
তখন বাসটির চালক সামনে এসে থামায় এবং লরির চালকের সাথে বিতণ্ডায় জড়ায়। বিষয়টি মিমাংসা করতে সেখানে পুলিশসহ স্থানীয় ১৫-২০ জন জড়ো হন।
এসময় চালকদের সাথে হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয় পথচারীরা লরির পেছনে দাঁড়িয়ে কথা বলছিলেন। মুহূর্তে পেছন দিক থেকে আসা কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দিলে সেখানে চাপা পড়ে ঘটনাস্থলেই নিভে যায় চারটি তাজা প্রাণ। এ ঘটনায় আহত হয়েছেন হাইওয়ে পুলিশসহ ১০জন।