সোমবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ খারুভাজ সেতুর কাছে দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সড়ক দূর্ঘটনায় আহত অর্ধ শতাধিক যাত্রীকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন, তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।