চা -শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার জেলার চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
বিকেল সাড়ে ৪টার দিকে চা-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগানের শ্রমিকদের সঙ্গে যুক্ত হন তিনি। তাকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
গত ২৭ আগস্ট গণ ভবনে চা শিল্পমালিকদের সঙ্গে বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরী ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নিধারণ করে দিয়ে ছিলেন প্রধানমন্ত্রী।