আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাঁকডাকে আওয়ামী লীগ ভীত নয়। মাঠে এসে কথা বলুন। আবারও লাঠি নিয়ে মাঠে নামলে বিএনপির খবর আছে। জাতীয় পতাকা অবমাননা করে রাজনীতি মেনে নেয়া হবে না।

শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, বিএনপিকে মোকাবেলায় আওয়ামী লীগ সংযমী অবস্থায় রাজপথে থাকবে। ১৩ বছর ধরে বিএনপি কর্মসূচি ঘোষণা করলেও এর কোনো প্রতিক্রিয়া হয় না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। এ সময় সোজা পথে বিএনপিকে নির্বাচনে অংশ নেবার আহ্বান জানান তিনি।