কক্সবাজারের  উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৪ খুনের দায় স্বীকার করে দেয়া মোহাম্মদ হাশিম নামে এক যুবকের ভিডিও ভাইরাল হয়েছে। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়।

নিজেকে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী ‘ইসলামি মাহাজ’ নামে একটি সংগঠনের সদস্য বলে দাবি করেছেন তিনি। এ ছাড়া উখিয়ার ১৮নং ক্যাম্পে ৯৩ ব্লকের আব্দুল জাব্বারের পুত্র।

তার ফেসবুক লাইভের ভিডিওতে দেখা যায়, একটি অস্ত্র নিয়ে চার মাঝির মধ্যে কাকে কীভাবে হত্যা করেছিল, তার বর্ণনা দিচ্ছেন।

মোহাম্মদ হাশিম লাইভে বলেন, তার মতো ২৫ জন যুবককে অস্ত্র দিয়েছে ইসলামি সংগঠন মাহাজ। যাদের কাজ ছিল হত্যার মিশন বাস্তবায়ন। যার জন্য আমাদের দেওয়া হতো মোটা অঙ্কের টাকা।

হত্যার শিকার ব্যক্তিরা হলেন, হেড মাঝি আজিম উদ্দিন, সানাউল্লাহ, জাফর ও ক্যাম্প ১৭ এর ইসমাঈল।