রংপুরের লাহিড়ীরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে বাস চাপায় নিহত হয়েছেন স্ত্রী আসমা বেগম। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্বামী রফিকুল ইসলাম।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বদরগঞ্জ উপজেলার দামোদারপুর ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আছমা বেগমকে (৩৫) চিকিৎসার জন্য রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লাহিড়ীরহাটের কাছে একটি বদরগঞ্জগামী দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।