পদ্মা  সেতুর ওপরে শ্যামলী পরিবহণের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা তিনজন আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৫টার দিকে সেতুর জাজিরা প্রান্তের ৪১-৪২ নম্বর পিলারের মাঝে এ দুর্ঘটনা ঘটে।

গতকাল বিকেলে ওই প্রাইভেটকারটি মাওয়া থেকে জাজিরা প্রান্তের দিকে যাচ্ছিল এবং ৪২ নম্বর পিলারের কাছাকাছি আসার পর শ্যামলী পরিবহনের ঢাকা থেকে খুলনাগামী একটি বাস সজোরে প্রাইভেটকারটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার কারণে অন্তত ৩০ মিনিট সেতুতে মাওয়া-জাজিরামুখী লেনে যানবাহন চলাচল ব্যহত হয়। পরে বাস ও প্রাইভেটকারটিকে সরিয়ে সেতুর পূর্ব প্রান্তের লেনের পশ্চিম দিকে নিয়ে যায়। এর পরে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী পার্থ সারথী বিশ্বাস বলেন, বিভিন্ন সার্ভিসের কাজের জন্য সেতুর লেনের অর্ধেক অংশ প্লাস্টিকের বেরিয়ার দিয়ে আটকে দেওয়া হয়েছে। আজকে দুপুরে একটি বাস বেরিয়ারের ওপর উঠিয়ে দিয়েছে। আবার বিকেলে আর একটি বাস অতিরিক্ত গতিতে চলার কারণে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। প্রাইভেটকারে থাকা আহত তিনজনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।