সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।ইতিহাস গড়েছেন গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।
কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার ম্যাচের ১৪ মিনিটে দলকে এগিয়ে নেন শামসুন্নাহার। পরে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণারাণী সরকার। ৭৭ মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দেন কৃষ্ণারাণী। নেপালের হয়ে একমাত্র গোলটি করেছেন আনিতা বাসনেত।