হঠাৎ  করেই চট্টগ্রামে বাড়ছে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগীর সংখ্যা। ছোঁয়াচে হওয়ায় গড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছে একশজনেরও বেশি।

চোখের নিচের অংশ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথা বা অস্বস্তি বোধ করলে চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। চিকিৎসকরা বলছেন, করোনায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এতে আক্রান্ত বাড়ছে। আক্রান্তের হার বেড়ে যাওয়ার সাথে সাথে সংকট সৃষ্টি হয়েছে এ রোগে ব্যবহৃত আই ড্রপ ও ওষুধের।

আসুন জেনে নেয়া যাক চোখ যা করবেন

করণীয়


চোখ ওঠা ছোঁয়াচে রোগ। বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে, তবে সবচেয়ে বেশি ছড়ায় বারবার হাত চোখে দিলে। হাত ধুতে হবে সাবান দিয়ে।

চোখের পানি সাবধানে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। ব্যবহার করা সেই টিস্যু সাবধানে ফেলতে হবে। যাতে করে রোগ না ছড়ায়।

চোখ ঘষা বা চুলকানো থেকে বিরত থাকতে হবে।

চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক আই ড্রপ ব্যবহার করা যেতে পারে। বাইরে গেলে রোদচশমা ব্যবহার করতে হবে।

নিজের প্রসাধনসামগ্রী অন্যদের ব্যবহার করতে দেয়া যাবে না। এক চোখে সমস্যা দেখা দিলে অন্য চোখকে সংক্রমণ থেকে নিরাপদে রাখতে হবে।