সাফ  চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক নেপালকে হারিয়ে এই অঞ্চলের শ্রেষ্ঠাত্বের মুকুট জিতেছে মেয়েরা। সেই চ্যাম্পিয়ন মেয়েদের ট্রফি নিয়ে দেশে ফেরাটা আনন্দে রাঙিয়ে তুলতে ছাদখোলা বাসের ব্যবস্থা করছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। চ্যাম্পিয়ন মেয়েদের জন্য ছাদখোলা বাস তৈরি করছে বিআরটিসি।

জানা যায়, আজ মঙ্গলবার বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয়েছে। আজই বাসটি চ্যাম্পিয়ন নারীদের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। এরপর কাল বুধবার চ্যাম্পিয়ন মেয়েদের আনতে বাসটি যাবে বিমানবন্দরে।

‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনিকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই’—নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আবেগতাড়িত এক বিবৃতিতে ছাদখোলা বাসের কথা টেনে আনেন সানজিদা আখতার।