অবশেষে  দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আজ ১০ অক্টোবর একই সাথে দেশের দুটি গুরুত্বপূর্ণ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ঘাটে মধুমতী নদীতে নির্মিত দেশের প্রথম ছয় লেনের মধুমতী সেতু এবং নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু দুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর উপর ৬৯০ মিটার দীর্ঘ মধুমতি সেতু নির্মিত হয়েছে যা স্থানীয়ভাবে কালনা সেতু নামে পরিচিত।

এটি নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর এবং ঝিনাইদহ জেলাকে সংযুক্ত করেছে।

প্রকল্প কর্মকর্তাদের মতে, সেতুটি চালু হওয়ার মাধ্যমে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ দ্রুত সড়ক যোগাযোগ সুবিধা পাবে। কারণ, সেতুটি কালনাঘাট থেকে রাজধানী ঢাকা পর্যন্ত ১০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব কমিয়ে দেবে।

এদিকে, নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুটির পুরো কাজ শেষ হলেও রোড মার্কিংসহ ফিনিশিংয়ের বেশ কিছু কাজ এখনও বাকি রয়েছে। তবে উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সেতু উদ্বোধন ঘিরে জেলা প্রশাসন ও জেলা সড়ক বিভাগের পক্ষ থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকায় সেতুটির টোল প্লাজা প্রান্তে প্রজেক্টরের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হবেন জেলা প্রশাসকসহ সংসদ সদস্যরা।