টাঙ্গাই‌লের  মধুপু‌রে ট্রা‌কের পিছ‌নে চলন্ত মাই‌ক্রোবাসের ধাক্কায় দুই পু‌লিশ সদস‌্যসহ তিনজন নিহত হ‌য়েছে। এসময় আহত হ‌য়ে‌ছে আ‌রও দুইজন।

নিহতরা হলেন, জামালপুর সদরের নারায়নপুর পু‌লিশ ফা‌ড়ির সদস‌্য নুরুল ইসলাম ও সোহেল রানা এবং ধর্ষণ মামলার আসামি লালন (২৪)। লালন জামালপুর সদরের গজারহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে।