সাম্প্রতিক এক গবেষণা বলছে, দেশের সাড়ে তিন কোটির বেশি শিশুর রক্তে ক্ষতিকর সিসা রয়েছে। এর প্রভাবে বুদ্ধিমত্তা কমে যাওয়াসহ শিশুরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে।
ইউনিসেফের উদ্যেগে যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি)।
গবেষকরা বলছেন, সিসার প্রভাবে শিশুরা বুদ্ধিমত্তা ও মনযোগ কমে যাওয়াসহ লেখাপড়ায় দুর্বল হয়ে পড়ে। এছাড়া ছোটবেলা থেকে যাদের শরীরে সিসা রয়েছে, তারা ভবিষ্যতে আগ্রাসী হয়ে উঠেতে পারে।