অস্ট্রেলিয়ায়  বসেছে অধিনায়কদের মেলা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ অধিনায়ক একসাথে হয়েছিলেন আসরটি মাঠে গড়ানোর আগের দিন। ঐ দেশের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে গেছে বাংলাদেশ।

শনিবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রশ্নোত্তর পর্বে আটজন করে দুইভাগে আসেন ১৬ দলের অধিনায়ক। প্রথমধাপে অস্ট্রেলিয়া, নামিবিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আরব আমিরাত, আফগানিস্তান ও নেদারল্যান্ডসের অধিনায়ক। পরের ধাপে বাংলাদেশের অধিনায়ক সাকিবের সঙ্গে ছিলেন ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের অধিনায়ক।

আগামী এক মাস ক্রিকেট বিশ্ব বুঁদ হয়ে থাকবে পাওয়ার হিটিংয়ের দুনিয়ায়। পাওয়ার হিটারদের আটকাতে আছে গতির গোলা, আছে উড়ন্ত দুরন্ত ফিল্ডার। শিরোপা উঠবে কার হাতে, মেলবোর্নে ১৩ নভেম্বর জানা যাবে সেটি। তার আগে, বিনা যুদ্ধে কেউই দেবে না সুচাগ্র মেদিনী!


বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশা কেমন, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে রসিকতায় জবাব দেন সাকিব। তিনি বলেন, আমাদের দলটা রোমাঞ্চকর। বেশির ভাগই নতুন। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা। আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবো।১৫ বছর ধরে ক্রিকেট খেলা সাকিব প্রথমবারের মতো দেশের হয়ে টি-টোয়েন্টি খেলবেন অস্ট্রেলিয়ায়, যেন বিশ্বাস হচ্ছিল না তার। সাকিবকে তাই পুনরাবৃত্তি করতে গিয়ে বলতে হলো, হ্যাঁ, আমি ১৫ বছর ধরে ক্রিকেট খেলছি।

এশিয়া কাপের পর ট্রাইনেশন সিরিজ খেললেও কোথাও সাফল্য পায়নি বাংলাদেশ। তবে বিশ্বকাপে কী করতে হবে সেটা জানা আছে সাকিব আল হাসানদের।