টি-টুয়েন্টি  বিশ্বকাপের অষ্টম আসরে অপেক্ষাকৃত কমশক্তির নামিবিয়ায় আটকে গেল দাসুন শানাকার দল।

রোববার টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে টেস্ট খেলুড়ে দেশটির বিপক্ষে ৫৫ রানের বড় ব্যবধানে জিতেছে নামিবিয়া। ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে এরাসমাসের দল। জবাবে সবকয়টি উইকেট হারিয়ে ১০৮ রান জমা করতে পারে লঙ্কাবাহিনী।

অন্যদিকে, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত— শক্তিমত্তায় উভয়েই আসরের অন্যদের থেকে খানিকটা পিছিয়ে। তবে দুই প্রতিপক্ষের মাঝে পার্থক্য করলে সামর্থ্য-পরিসংখ্যানে এগিয়ে থাকবে ডাচরাই। বিশ্বকাপের শুরুর দিনে ৩ উইকেটে জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডসই।