অফ সাইডে ৩ গোল বাতিল। প্রথমার্ধে দাপুটে খেলার পরও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে আসরের প্রথম অঘটনের শিকার হলো আর্জেন্টনা। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে কাতার বিশ্বকাপ শুরু করলো আলবিসেলেস্তেরা।
প্রথম ১০ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে মেসির গোলে লিড আসে আর্জেন্টিনার। ভিএআর থেকে অবশ্য সেই পেনাল্টি পেয়েছিল তারা।প্রথমার্ধেই আরও ৩ বার বল জালে জড়িয়েছিল স্কালোনির শিষ্যরা। কিন্তু প্রতিবারই সৌদি আরবের রক্ষণভাগের ফুটবলারদের বুদ্ধির কাছে হার মানতে হয় মেসি-লাওতারো মার্টিনেজদের।