আর্জেন্টিনার হার নিয়ে সংঘর্ষ, দুই কিশোরকে কুপিয়ে জখম
বুধবার, নভেম্বর ২৩, ২০২২
ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে দুই কিশোরকে কুপিয়েছে জখম করেছে তাদেরই বন্ধুরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আল আমিন (১৮) ও মেহেদী (১৬)।
খেলার শেষের দিকে আর্জেন্টিনার হার নিয়ে তাচ্ছিল্য ও টিপ্পনী করায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ২০ থেকে ২২ জন ছেলে মেহেদী ও আল আমিনকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।