শত  বাধা পেরিয়ে ঢাকায় এসেছেন বলিউডের জনপ্রিয় আইটেম কন্যা নোরা ফাতেহি। দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে রাত ৯টা ৪০ মিনিটে মঞ্চে ওঠেন তিনি। নোরা নোরা বলে চিৎকার শুরু করেন হলভর্তি দর্শক। এ সময় তাদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন নোরা ফাতেহি।

নোরা ফাতেহি বলেন, বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে। ভাবতে পারিনি, এত সুন্দরভাবে আমাকে স্বাগত জানানো হবে। সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসতে চাই।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ২টায় ঢাকায় পা রাখেন নোরা ফাতেহি। এয়ারপোর্ট থেকে একটি পাঁচ তারকা হোটেলে যান তিনি। সেখানে বিশ্রাম শেষে রাতে অনুষ্ঠানে হাজির হন।