কাতার  বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ব্রাজিল। নেইমার-ভিনিসিয়াস জুনিয়রদের লক্ষ্য এবার হেক্সা জয়। সেই লক্ষে কাতারে রয়েছে কোচ তিতের শিষ্যরা। তবে ব্রাজিলিয়ান তারকা নেইমারদের সঙ্গে এক বাংলাদেশিও রয়েছে। তার ওপর দায়িত্ব ব্রাজিল দলের প্রচারণা। আন্তর্জাতিক অঙ্গনে নেইমারদের প্রচারের দায়িত্বে থাকা রবিন মিয়া বাংলাদেশের ভৈরবের বাসিন্দা।

গত সপ্তাহের শুরুতেই বাংলাদেশের নাগরিক রবিন মিয়ার ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান নেইমার। নেইমারের তিন দেশের পাবলিসিটি দেখেন তিনি। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমারের সঙ্গে কিভাবে পরিচয় রবিন মিয়ার সেটি নিয়ে আগ্রহ সকলের।

এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে রবিন মিয়া বলেন, ওর সঙ্গে আমার পরিচয় এক কাছের বন্ধু জোয়ান সেলসো, নেইমারেরও কাছের বন্ধু সে। তার মাধ্যমেই নেইমারের সঙ্গে পরিচয়।

রবিন বলেন, বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের কোম্পানি বা ব্র্যান্ড নেইমারের ফেসভ্যালু ব্যবহার করে তাদের ব্যবসার প্রচার ও প্রসার চান। তারা আমাদের কাছে আসেন। আমরাও খুঁজে বের করে পছন্দসই কোম্পানিকে প্রস্তাব পাঠাই। আমি আর জোয়ান এ কাজটি করি।

ভৈরবের এই তরুণ বলেন, বাংলাদেশ সম্পর্কে জানেন নেইমার। তিনি (নেইমার) জানেন, এই দেশে তার অসংখ্য ফ্যান-ফলোয়ার রয়েছেন। সেখানে একটি ইন্টারনেট সাইটে নেইমারের ফ্যান সংখ্যা দেখানো হয়। এতে ব্রাজিলের পরেই বাংলাদেশের অবস্থান।