রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
অন্যদিকে, আমান উল্লাহ আমানসহ অন্তত শতাধিত বিএনপি নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তাদেরকে আলাদা আলাদাভাবে আটক করা হয়। এরমধ্যে রিজভীকে দলীয় কার্যালয় এবং এ্যানি ও শিমুল বিশ্বাসকে দলীয় কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়।
নয়াপল্টন থেকে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান চালিয়ে প্রচুর বোমা পাওয়া গেছে।
গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে গ্রেপ্তারের সংখ্যা বলা যাবে না, আমরা এখন অ্যাকশনে আছি। তবে গ্রেপ্তারের সংখ্যা অসংখ্য।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করেেই রাস্তার ওপর জনসভার অনুমতি দেওয়া হবে না। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চাইলে সোহরাওয়ার্দী উদ্যান বা বড় কোনো মাঠে সমাবেশ করতে পারে।