রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে পুলিশ বাদি হয়ে এ মামলা করে।

৮ ডিসেম্বর, বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া।

তিনি বলেন, মামলায় ৪৭৩ জনকে আসামি ও ১৫০০-২০০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় মকবুল আহমেদ নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।