রোববার (১১ নভেম্বর) সকালে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে সকালে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করতে যান বিএনপির পাঁচ এমপি। স্পিকারের কাছে যান গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঞা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ বিদেশে থাকায় তারা উপস্থিত হতে পারেননি।
এর আগে, শনিবার দুপুরে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন। তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ অস্ট্রেলিয়ায় থাকায় তিনি সমাবেশে উপস্থিত ছিলেন না।