কাশেফের ভবিষ্যদ্বাণী: তবে কি সেমিতে দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার !!
শুক্রবার, ডিসেম্বর ০৯, ২০২২
আজ থেকে আবারও মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে লড়াই এবার সুপার এইটের। এই আট দলের মধ্যে থেকে চার দল যাবে সেমিফাইনালে। শেষ চারে যাওয়ার লড়াইয়ের প্রথম ম্যাচে আজ লড়বে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় ৯টায় মুখোমুখি হবে দু’দল।
অপর ম্যাচে রাত ১টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। প্রতিটি ম্যাচের মতো এই দুই বিগ ম্যাচেরও ভবিষ্যদ্বাণী করেছে আলজাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ। রোবটটির মতে, ব্রাজিল ও আর্জেন্টিনা যাচ্ছে সেমিতে।
বিশ্বকাপের প্রতিটি দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা ও অভিজ্ঞতাসহ জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে সম্ভাব্য ফলাফল দিচ্ছে কাশেফ। কাতার বিশ্বকাপের প্রথম পর্বের ৪৮ ম্যাচে এই রোবটের ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে ৬৫ শতাংশ। দ্বিতীয় পর্বেও আট ম্যাচের ৭টিতে সফল হয়েছে কাশেফ। শুধু মরক্কো-স্পেন ম্যাচে সঠিক হয়নি ফল গণনা। কাশেফ বলেছিল স্পেন জিতবে কিন্তু টাইব্রেকারে জিতে যায় মরক্কো।