ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে এখন ভালো আছেন। পেলের ভেরিফাইড ইনস্টাগ্রাম পোস্ট সে কথাই বলা হয়েছে। এর আগে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানায় ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ।
কেমোথেরাপি ব্যর্থ হলে এই কিংবদন্তিকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুঞ্জন। অবশেষে তিনি নিজেই উড়িয়ে দিয়েছেন মৃত্যুর গুঞ্জন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ব্রাজিলকে খেলতে দেখা তাকে শক্তি দেয়।
স্থানীয় সময় শনিবার ইন্সটাগ্রামে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে পেলে লিখেছেন, বিশ্বকাপে ব্রাজিল দলের ফুটবল খেলা দেখছেন তিনি। মাতৃভূমির ফুটবল দলের খেলাই তাকে ‘শক্তি’ জুগিয়েছে।
এই ফুটবল কিংবদন্তি আরও বলেছেন, তিনি অনেক আশাবাদী এবং মনোবল এখনো মজবুত আছে। খবর বিবিসির।
তিনটি বিশ্বকাপ জেতা ব্রাজিলের এই ফুটবলার লিখেছেন, ‘সৃষ্টিকর্তার ওপর আমার অগাধ বিশ্বাস আছে। এ ছাড়া, সারা বিশ্ব থেকে পাওয়া প্রতিটি ভালোবাসার বার্তা আমাকে ভরপুর শক্তি যোগাচ্ছে। আমি বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’