রাজধানীর বিজয় স্মরণী এলাকায় রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস উল্টে গেছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের বাসটি বিজয় স্মরণী এলাকায় এলে এ ঘটনা ঘটে। বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়, এরপর বাসটি আবার ফুটপাতে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এ ঘটনায় বাসের ভেতরে থাকা অন্তত ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি উল্টে যাওয়ার পর সামনের গ্লাস ভেঙে গেছে।