কক্সবাজারের উখিয়ায় পবিত্র শবে কদর উপলক্ষে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির চেষ্টা করেছেন মাহবুব আলম প্রকাশ নামের এক কসাই। মাহবুব আলম মরিচ্যা বাজারের মিয়াজন ফকিরের ছেলে।

চেয়ারম্যান ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাহবুব ও অন্যান্য সদস্যরা। পরে ঘোড়ার মাথা ও লেজসহ মাংসগুলো জব্দ করেন উখিয়া থানা পুলিশ।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, কসাই মাহাবুব আলম দীর্ঘদিন ধরে মাঝরাতে দুর্বল ও অসুস্থ ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি করে আসছিল। এ ঘটনায় মাহাবুব পালিয়ে গেলে তার স্ত্রী ও মেয়েকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।