তীব্র গরম, লোডশেডিং ও পানির সংকট চরম ভোগান্তিতে জনজীবন
রবিবার, এপ্রিল ১৬, ২০২৩
ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন অস্থির হয়ে উঠেছে। কয়েক দিন ধরে লোডশেডিং ও পানির সংকটে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে।
রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৈশাখের প্রথম দিনও তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রির ওপরে।
চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে রাজধানীর বাড্ডা, বনশ্রী, মিরপুরসহ বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে লোডশেডিং ও পানির সংকট। এ অবস্থায় বয়স্ক ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন।