এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। একেক বার একেক চরিত্রে অভিনয় করে পর্দা মাতাচ্ছেন এই অভিনেত্রী। কখনও প্রেমিকার চরিত্রে, কখনও স্ত্রীর চরিত্রে আবার কখনও বা প্রতিবাদী নারীর চরিত্রে। নিজেকে প্রতিনিয়তই ভেঙে গড়ছেন এই তিনি।

পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী বিয়ে করেছেন বলে জানালেন। দীর্ঘদিন ধরেই তার প্রেমের গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জনকে পেলে সরাসরি নিজেই বিয়ের কথা নিশ্চিত করলেন তিনি। সোমবার (১৪ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে বিষয়টি জানান তাসনিয়া ফারিণ।

জানা গেছে, অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত। তবে কী করেন, সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

অভিনেত্রী লিখেছেন, ‘ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে থাকার সাড়ে আট বছর; অবশেষে আমরা অফিশিয়াল করে নিলাম ১১ আগস্ট, ২০২৩ ইং। অনেক দিন হলেও আমার হৃদয়কে তুমি প্রথম দিনের মতো স্পর্শ করে যাও। তোমার মাঝে আমি আমার শান্তি খুঁজে পাই। আমরা বাইরের কোলাহলহীন আমাদের আশ্রয়স্থল তৈরি করেছি। কলেজের সময় প্রেমে পড়েছিলাম আমরা, আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই।’

তোমার আগে আমার জীবন দ্রুত বদলে গেছে। তবে আমার কাজের সঙ্গে যুক্ত না থেকেও তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে, সবসময় আমাকে উৎসাহ দিয়ে আমার সাপোর্ট সিস্টেম হয়ে ছিলে। আমাদের কৈশোরের ভালোবাসা অবশেষে প্রত্যাশিত পূর্ণতা পেল। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে, আমি একজন হাসব্যান্ড পেয়েছি। মনে হচ্ছে, আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।

সবশেষ তাসনিয়া ফারিণ লেখেন, ‘পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের নিয়ে সাদামাটা অনুষ্ঠানে আখত করলাম আমরা। সবই দ্রুত হয়েছে। কারণ বর্তমানে তিনি বিদেশ কাজ করছেন। তবে আমরা আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের সঙ্গে একটি অনুষ্ঠান উদযাপন করতে চাই। জীবনের এই সুখী অধ্যায়টা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’