পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকায় ভূ-পৃষ্ঠ থেকে ৯০০ ফুট উঁচুতে ক্যাবল কার ছিঁড়ে ঝুলছে ৬ শিশুসহ আটজন। যেকোনও সময় ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। এতে সবারই প্রাণহানির শঙ্কা রয়েছে। তাদের উদ্ধারে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে প্রশাসন।

স্থায়ীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুর্গম পাহাড়ি এলাকায় স্কুলে যাওয়ার পথে ক্যাবল কার ব্যবহার করে উপত্যকাটি অতিক্রম করে শিশুরা।

পুরো বিষয়টি নিয়ে খোঁজ রাখছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকার। সব পুরনো এবং অনুমোদনহীন ক্যাবল কার অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।