সোমবার (৬ নভেম্বর) বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপ থেকে আগেভাগেই বাদ পড়ে গেলেও এই ম্যাচ জিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা।

বিশ্ব ক্রিকেট দেখল প্রথমবারের মতো ‘টাইমড আউট’ এর নজির। অ্যাঞ্জেলো ম্যাথুজের এমন আউটের পর তোপের মুখে পড়েন সাকিব আল হাসান। তবে, সব বির্তক ছাপিয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টানা ছয় হারের পর পেয়েছে জয়ের স্বাদ।

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৮২ রান নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আল হাসান।