বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের দ্বিতীয় দফা ডাকা অবরোধের প্রথমদিন রোববার (৫ নভেম্বর) ঢাকায় দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর বাংলামোটর এবং মিরপুরের পল্লবীর সাড়ে এগারোর সেতারা কনভেনশন সেন্টারের সামনে এবং বাঙলা কলেজের সামনে বিআরটিসি থেকে ভাড়া নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শুরুতে রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মেরাদিয়ায় অছিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।

এতে দগ্ধ হয়েছেন সবুজ মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।