যাত্রীদের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়েছে মেট্রোরেল। উদ্বোধনের পর আজ রোববার (৫ নভেম্বর) জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ। এতে করে মাত্র ৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে পারছেন যাত্রীরা।

মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ চালু হওয়ার প্রায় এক বছর পর আজ রোববার সকালে আগারগাঁও-মতিঝিল অংশও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এতে অবরোধের প্রভাবে সড়কে যানবাহন কম হলেও মেট্রোরেলে মানুষ রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করতে পারছেন।

বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের মধ্যে আজ রোববার (৫ নভেম্বর) সকালে মেট্রোরেলে যাত্রীদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়।