শিরোনাম

6/recent/ticker-posts

নায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫


চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হাতিরপুলে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে হাতিরপুলে নির্বাচনী প্রচারণায় যান ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস। সেখানে লিফলেট বিতরণ করার সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হামলা করে। এ সময় নৌকার কর্মীরা আহত হন। আহতরা হলেন- মো. সোহেল, শিশির, জনি, আলীফ, তুষার, মাহি, জলিল, উজ্জ্বল, অনিন্দ্র, রাসেল, ইব্রাহিম, মোশারফসহ আরও অনেকে।

ঢাকা-১০ আসন রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, শিক্ষা-প্রতিষ্ঠান, বিজনেস হাব ও বঙ্গবন্ধুর বাড়িসহ অনেক কারণেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সাহেদ আলী জানান, ১৮ নম্বর ওয়ার্ড ইউনিট সভাপতি ইমাম হোসেন মঞ্জিলের নেতৃত্বে বহিরাগত ছেলেদের নিয়ে আমাদের লোকজনের ওপর ধাক্কাধাক্কি শুরু করে, পরে হামলা চালায়।

তিনি আরও বলেন, ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে নির্বাচনি প্রচারণায় ছিলাম আমরা। আজ দুপুর আনুমানিক দেড়টার দিকে পেছনের দিকে বহিরাগতসহ আমাদের ওপর হামলা চালায়।

ঢামেকে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মাল্টিপল ইনজুরি রয়েছে, তবে গুরুতর নয় কেউ। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।