শিরোনাম

6/recent/ticker-posts

ভয়ংকর শব্দ যুক্ত আতশবাজিতে বিভিন্ন স্থানে পোষা প্রাণীর মৃত্যু


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা অমান্য করেই রাজধানীর প্রায় সব এলাকায় আতশবাজি ও পটকা ফুটানো, উচ্চ শব্দে গান বাজনা ও হইহুল্লোড় করে খ্রিষ্টীয় নববর্ষ ২০২৪ উদযাপন করেছে অনেকেই।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে বনানী, রামপুরা, মহাখালী, বাড্ডা, শান্তিনগর, মোহাম্মদপুর, পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানোর পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়ির ছাদ থেকে ওড়ানো হয়েছে ফানুসও। এসব আতশবাজি ও পটকা ফোটানোর ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে ছোট পাখিসহ বেশ কিছু পোষা প্রাণী।

এদিকে আতশবাজি ও পটকা ফুটানো আওয়াজে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন অনেকে। ইলিয়াস হোসেন নিরব নামে একজন ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘রাত সাড়ে ১১টা থেকে শুরু করে রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত বিকট আওয়াজে আতশবাজি ফোটানো হয়েছে ঢাকায়। এরা মানসিকভাবে অসুস্থ, বিকারগ্রস্থ উদ্ভট প্রজন্ম।’

একজন ফেসবুকে লেখেন, ‘কী বিকট শব্দে আতশবাজি। আমার ছোট বাচ্চাটি এমনিতেই হার্টের রোগী। আতশবাজির প্রচণ্ড শব্দে শিশু বাচ্চাটি আমার ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে। খুব ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে। খুবই আতঙ্কের মধ্য দিয়ে সময়টা পার করছি। আল্লাহ তায়ালা আমাদের সন্তানদের বুঝ দান করুক। দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই।’