শিরোনাম

6/recent/ticker-posts

নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা


আজ পহেলা জানুয়ারি। বছরের প্রথম দিনে বড় পরিবর্তন নিয়ে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। সারা দেশে আজ থেকে বিনামূল্যে যে নতুন বই বিতরণ হচ্ছে সেই বইয়ের মোড়কের ভেতরও এসেছে পরিবর্তন। আজ থেকে নবম শ্রেণিতে কোনো বিভাগ বিভাজন থাকছে না। অর্থাৎ নবম শ্রেণি থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ উঠে যাচ্ছে।

বিদায়ী বছরের ২৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় বিভাগ বিভাজন না থাকার বিষয়ে প্রশাসনিক অনুমোদন দেয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক অফিস আদেশের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এ বিষয়ে অবহিত করে।

আদেশে বলা হয়, মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন না থাকার বিষয়ে মাঠ পর্যায়ে পত্র জারির মাধ্যমে প্রশাসনিক অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে বিভাগ বিভাজন উঠিয়ে নেয়া হয়েছে।