মোটরসাইকেলে করে মাওয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় অভিজিৎ হালদার অভি নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্যা হালদার অন্তু নামে আরেক শিক্ষার্থী আহত হন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে মুন্সীগঞ্জের শ্রীনগরে এই দুর্ঘটনা ঘটে।

অভির মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।