শিরোনাম

6/recent/ticker-posts

শীতের মধ্যে বৃষ্টি দেখল রাজধানীবাসী



রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে
 কুয়াশার দাপট। এই অবস্থায় মাঘ মাসের ১০ তারিখ (বুধবার) সন্ধ্যায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেখলো রাজধানী ঢাকা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার সন্ধ্যা ৭টা থেকে আগামী ছয় ঘণ্টা রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকবে ।এসময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।