ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম গুণী শিল্পী উস্তাদ রশিদ খান আর নেই। তার মৃত্যুর খবরে শুধু ভারত নয়, বাংলাদেশি সংগীতপ্রিয় মানুষেরাও চোখের জল ফেলছেন। মাত্র ৫৬ বছরে সংগীতের এই প্রিয় মুখটিকে হারিয়ে শোকার্ত সবাই।

তার মৃত্যুর প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওস্তাদ রশিদ খান আর নেই, কথাটা ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে। হাসপাতালের সামনে দাঁড়িয়ে শিল্পীর মৃত্যুসংবাদ জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, শিল্পী রশিদ তাকে মা বলে ডাকতেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভাবতেই পারছি না, রশিদ খান আর নেই। তার মিষ্টি গলাটা আর শুনতে পাব না। কথাটা বলতে গিয়ে এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে।

উল্লেখ্য, ১৯৬৮ সালের ১ জুলাই উত্তর প্রদেশের বদায়ুঁতে জন্ম রশিদ খানের। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন, হিন্দি ও বাংলা ছবিতে জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী। ২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশিদ খান।