শিরোনাম

6/recent/ticker-posts

রোজার আগেই নিত্যপণ্যের দামে অস্থিরতা


অস্থির শীতকালীন সবজির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। মুলা ও পেঁপে ছাড়া সব সবজিই কিনতে হচ্ছে ৮০ টাকার ওপরে কেজি দরে। চাল-ডাল-আটা-ময়দাসহ মাংসের দামও বেড়েছে। রোজার দেড়মাস আগেই বেড়েছে ছোলার দাম।

শীতের শুরুর দিকে যে বেগুন বিক্রি হয়েছে সর্বোচ্চ ৬০ থেকে ৭০ টাকায়। এখন সেটি ঠেকেছে ১০০ থেকে ১২০ টাকায়। টমেটো ৮০ থেকে ১০০ টাকা, ফুলকপি ৭০ থেকে ৯০ টাকা (পিস), মিষ্টি কুমড়া ১০০ থেকে ১৫০ টাকা (পিস), লাউ ১০০ থেকে ১২০ টাকা (পিস), পেঁপে ৫০ টাকা ও মুলা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বর্তমানে প্রতি কেজি মসুর ডাল ১০ টাকা বেড়ে ১৫০ টাকা, ব্রয়লার মুরগি ২০০ টাকা এবং গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা জানান, গত সপ্তাহে আলুর দাম ছিল ৬০ টাকা, এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কমেছে, ভালোটা ১০০ টাকা কেজি।

বিক্রেতারা বলছেন, তীব্র শীত আর ঘন কুয়াশায় রাজধানীতে চাহিদার তুলনায় সবজির যোগান কিছুটা কম।