খুলনার ডুমুরিয়ায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- আঙ্গারদোহা গ্রামের হান্নান মোড়লের ছেলে সাব্বির মোড়ল, জিয়েলতলা গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস, বিল পাবলা গ্রামের অনি বিশ্বাসের স্ত্রী নিপা ঢালী এবং অজ্ঞাত এক তরুণী। এছাড়া ওই ঘটনায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা সবাই ইজিবাইকের যাত্রী।
জানা যায়, ইজিবাইকে করে তারা চুকনগর থেকে ডুমুরিয়া উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত থেকে আসা একটি ইটবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাব্বির, বিশ্বজিৎ, নীপা ও অমরী ঢালী মারা যান। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান অন্বি বিশ্বাস। এছাড়া এ দুর্ঘটনায় গুরুতর আহত বিশ্বজিতের স্ত্রী অন্তিমা বিশ্বাস (২৫) ও শ্যালকের ছেলে অরজিৎকে (৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খর্ণিয়া হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া থানা পুলিশ সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ পাঁচ জনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে।