কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

নিহতদের মরদেহ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার। এতে পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় জনগণ এবং পুলিশ তাদেরকে গৌরীপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।