শিরোনাম

6/recent/ticker-posts

ছাত্ররাজনীতির বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীরা


ছাত্ররাজনীতি নিষিদ্ধের ইস্যুতে আবারও উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ছয় দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীদের একটি অংশ। অপরদিকে ছাত্র রাজনীতি ফেরানোর দাবিতে কর্মসূচি পালন করছে ছাত্রলীগ।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে পাঁচজন সাংবাদিকদের সামনে ব্রিফ করেন। তারা জানান, স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নেয়নি শিক্ষার্থীরা।

তারা জানান, গত পাঁচ বছরে রাজনীতিহীন ক্যাম্পাসে অনেক সাফল্য রয়েছে। ছাত্ররাজনীতি বন্ধ থাকায় গবেষণামূলক কাজ বাড়ছে বলে দাবি করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, হিজবুত তাহরীর ও অন্যান্য আরও যেসব নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা সেগুলোরও বিরুদ্ধে। বুয়েটের কোনো শিক্ষার্থী হিযযুত তাহরীর বা ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িত থাকলে আমরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও তাদের বহিষ্কারের দাবি জানাই।

অপরদিকে বুয়েট ক্যাম্পাসে চার বছর ধরে নিষিদ্ধ থাকা ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছে ছাত্রলীগ।