রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা
রাজধানীর ফুটপাত থেকে শপিংমলে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ ঘনিয়ে আসায়, ছুটির দিনে পরিবার নিয়ে কেনাকাটা সেরেছেন কর্মজীবীরা। ক্রেতারা বলছেন অন্য যে কোনো বারের তুলনায় এবার ঈদের পোশাকের দাম অনেক বেশি। চাহিদার বিপরীতে অল্প কেনাকাটা করেই বাড়ি ফিরছেন অনেকে।
শনিবার (৩০ মার্চ) সাপ্তাহিক ছুটির দিনে বিকেলে রাজধানীর নিউমার্কেট, গাউসিয়া মার্কেট, চাঁদনি চক মার্কেট, বসুন্ধরা সিটি শপিং মল, মৌচাক মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
ক্রেতার চাহিদা অনুযায়ী নিত্যনতুন পোশাকের সম্ভার মেলে ধরেছে রাজধানীর বিভিন্ন ফ্যাশন হাউজগুলোও। উৎসবের সময় যত ঘনিয়ে আসছে, ক্রেতায় জমে উঠছে এইসব ফ্যাশন হাউজ। সেইলরসহ কয়েকটি দেশীয় ফ্যাশন হাউজ ঘুরে দেখা যায়, ঈদ আনন্দের সঙ্গে এবার বাড়তি আমেজ যোগ করেছে পহেলা বৈশাখ।